নেতাদের সুন্দর কথামালা এবং জনগণ

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

আমাদের দেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সিংহভাগ কথা সাধারণ মানুষ শোনে। তবে বিশ্বাস করে খুব কম। এর কারণ রাজনৈতিক নেতাদের বেশিরভাগই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেয়ে সুন্দর সুন্দর কথামালা দিয়ে জনগণকে মুগ্ধ করতে দক্ষ বেশি। ফলে নেতাদের কোন বক্তব্য সঠিক আর কোনটি শুধু কথার কথা এ নিয়ে জনগণকে বরাবরই দ্বিধা দ্বন্দ্বে থাকতে হয়। বিশ্বাস-অবিশ্বাসের এক জটিল পরিস্থিতিতে পড়তে হয়। অবশ্য শেষ পর্যন্ত নিজেদের বোধ বুদ্ধি দিয়েই তারা সিদ্ধান্ত নেয়। আবার নেতাদের কথায় বিভ্রান্ত না হয়ে বাস্তবে যে পরিস্থিতির মুখোমুখি হয়, তা দিয়েও সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের দেশে এটা রাজনীতির বৈশিষ্ট্য হয়ে গেছে। যে দেশে রাজনৈতিক নেতাদের বক্তব্যের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে সে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা ধীর হয়ে পড়ে। জনগণকে যদি কেবলই রাজনৈতিক নেতাদের কথা মালা শুনতে হয় তাদের মুগ্ধ করার চেষ্টা চলতেই থাকে। তবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সুদূর পরাহত হয়ে পড়ে।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএডগার অ্যালান পো: বিশ্ব সাহিত্যে গৌরবোজ্জ্বল নাম
পরবর্তী নিবন্ধজরিমানার নামে সিটি কর্পোরেশনের সাপ্তাহিক টাকা আদায় প্রসঙ্গে