জনস্বার্থে ফ্লাইওভার বা ওভারপাস চাই

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অক্সিজেনবড়দিঘির পাড় হাটহাজারী বাস স্টেশন নাজিরহাট ঝংকার মোড়ে প্রতিনিয়ত যানজটের কারণে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবের জন্য, অক্সিজেনবড়দিঘির পাড় হাটহাজারী ও নাজিরহাট ঝংকার মোড়ে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের দাবীতে একাধিক সংগঠন পথসভা মানববন্ধন কর্মসূচি পালন করে চলেছেন। গ্রামীণ সড়কগুলো পাকা নির্মাণের ফলে মানুষের মাঝে গাড়ি কেনার আগ্রহ বেড়ে যায়। যার ফলে প্রতিটি এলাকায় মোটরসাইকেল, সিএনজি চালিত টেক্সি, প্রাইভেট কার, জীপ গাড়ির কেনার প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যখন একসাথে আঞ্চলিক মহাসড়কে গাড়িগুলো চলাচল করে উল্লিখিত রাস্তার মোড়ে মোড়ে অসহনীয় যানজটের সৃষ্টির কারণে জনগণকে চরম ভোগান্তি পোহাতে হয়। রমজানের দিনে সৃষ্ট যানজটের কারণে জনগণকে হতাশার সুরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এমতাবস্থায় আমি উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফ্লাইওভার বা ওভারপাস সম্ভব হলে আঞ্চলিক মহাসড়কে হাটবাজারগুলোর আশেপাশে বাইপাস সড়ক নির্মাণের সাধারণ জনগণের পক্ষে সাধারণ জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

নাজমুল হাসান চৌধুরী হেলাল

ফটিকছড়ি,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমাস্টার দা সূর্য সেন : ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের পুরোধা
পরবর্তী নিবন্ধপ্রিয় নিশি