প্রিয় নিশি

হ্যাপি ব্যানার্জ্জী | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

আমার পৃথিবীতে তোমাকে স্বাগতম। এই গভীর রাতে খোলা জানালা দিয়ে বাতাস এসে কানে কানে বলে যায়,‘তুমি চাইলেই কিন্তু কিছু বলতে পার’। আমি ভাবি কী বলা যায়? আমি যাই বলি তুমি কি আদৌ তা শুনতে পাও? আমি এক পলকে তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি। তোমার এলোমেলো চুলের সারি ছুঁয়ে গেছে তোমার ভ্রু। সাদা টিশার্ট, মৃদু আলো মুখে, নিষ্পাপ ঘুমন্ত মুখ। আমি যেন এসবের প্রেমে মুগ্ধ হয়ে আছি। মাঝে মাঝে বাতাস এসে নিভিয়ে দিতে চায় পাশে থাকা মোমবাতির আলো। ঝর্ণার পানির শাঁশাঁ শব্দ যেন বলছে, মুছে দিতে চায় দুজনের মনের অভিমান। তখন আমার দুটো চোখ আটকে যাই তোমার ঘুমন্ত মুখে। মনে হয় আলতো করে তোমায় ছুঁয়ে বলি, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নেই রে বন্ধু কেবল তুমি ছাড়া। এই পৃথিবীতে সুখ মানুষ কিসে খুঁজে প্রিয়? আমি এই পৃথিবীতে সুখ খুঁজেছি যে মানুষটার সাথে আমার মানসিকতার মিল রয়েছে, রয়েছে জীবনের সমান ছন্দ। প্রিয়তম, তোমার ভাষা বোঝার ক্ষমতা এখনো না হলেও ঐ যে ছন্দ, তা আমি গভীর ভাবে বুঝতে পারি।

পূর্ববর্তী নিবন্ধজনস্বার্থে ফ্লাইওভার বা ওভারপাস চাই
পরবর্তী নিবন্ধরোকসানার জন্য এলিজি