চাল নিয়ে চালবাজি বন্ধ করা হোক

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

সম্প্রতি জীবন-যাপনের প্রতিটা সেক্টরে অভাবনীয় ব্যয়ের ফলে বহু মানুষ মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছে। ইদানীং বাজারে চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। চাল সরবরাহে সংকট না থাকলেও চালের বাজারে বিরাজ করছে অস্থিরতা। কৃষি প্রধান দেশে চাল থেকে শুরু করে শিশু খাদ্য পর্যন্ত সকল নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খরচ যতটা বেড়েছে তার থেকে অনেক বেশি দাম হাকাচ্ছে চাল বিক্রেতারা। অযৌক্তিক এ মূল্যবৃদ্ধির জন্য চাল সিন্ডিকেট কারীদের দায়ী করছেন মিল মালিকরা। অপরদিকে চালের মূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার জন্য পাইকারি ও খুচরা বিক্রেতারা মিল মালিককেই দোষারোপ করছেন। চালের দাম কমাতে সরকারের স্বল্পমূল্যে চাল বিক্রয় এবং আমদানি শুল্ক কমানোর পরেও সিন্ডিকেটের কারসাজিতে চালের বাজারে স্থিতিশীলতা আসছে না। সরকার পক্ষ যেখানে বলছে দেশে খাদ্যশস্যের কোনো কমতি নেই, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেখানে চালের মূল্যবৃদ্ধির প্রশ্নই আসে না। চালের মূল্যের উপর অনেকাংশে নির্ভর করে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জীবনমান। বিশেষ করে মোটা চালের মূল্যবৃদ্ধি কোনোভাবেই কাম্য নয় কারণ দেশের নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের জীবন অনেকাংশে মোটা চাল নির্ভর। এহেন পরিস্থিতিতে চাল সিন্ডিকেট কারীদের কারসাজি ছিন্ন করে চালের বাজার নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের নাগালে রাখতে প্রশাসন ও কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
এম এইচ হাসান
শিক্ষার্থী,
ঢাকা কলেজ।

পূর্ববর্তী নিবন্ধনগেন্দ্রনাথ বসু : বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা
পরবর্তী নিবন্ধএখানে প্রিয় শব্দগুচ্ছ ছিলো