চবির ডিন নির্বাচন ৩০মার্চ

চবি প্রতিনিধি | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

চবি আট অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর এস এম মনিরুল হাসান এতথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০মার্চ চবির সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৪ মার্চ। প্রত্যাহার করা যাবে ২০ মার্চ পর্যন্ত। যে আট অনুষদের ডিন নির্বাচন হবে, কলা ও মানববিদ্যা অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে গত ১৬ ফেব্রুয়ারি। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের মেয়াদ রাখা হয়েছিল। এর আগে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি আট অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হলুদ দল মনোনীত চার প্রার্থী ও হলুদ দলের চার বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় আগুনে পুড়ে অঙ্গার দিনমজুরের তিন গরু
পরবর্তী নিবন্ধশহীদ শাহজাহান সংঘের টানা দ্বিতীয় জয়