শহীদ শাহজাহান সংঘের টানা দ্বিতীয় জয়

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শহীদ শাহজাহান সংঘ। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শাহজাহান সংঘ ৪ উইকেটে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। শাহজাহান সংঘ তাদের প্রথম খেলায় ইস্পাহানী স্পোর্টিংকে পরাজিত করেছিল। মোহামেডান এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখলো। এর আগের খেলায় মোহামেডান পাইরেটসের কাছে হেরে গিয়েছিল। গতকাল টসে জিতে মোহামেডান প্রথম ব্যাট করতে নামে। নির্ধারিত ৫৪০ ওভার খেলে ১৫৩ রানে তারা সব উইকেট হারায়। চার নম্বরে খেলতে নামা মোকলেসুর রহমানের ব্যাট থেকে আসা সর্বোচ্চ রান। তিনি ১০২ বল খেলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ইশরাত হোসেন ১৭, মো. ইসহাক ১৯ এবং জলিল আহমেদ ২২ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। শহীদ শাহজাহান সংঘের রায়ান রাফসান ৩৫ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন সজিব মিয়া এবং মহিউল ইসলাম। ১টি উইকেট পান মইনুল ইসলাম। ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শহীদ শাহজাহান সংঘ ১৫৫ রান তুলে নেয় ৬ উইকেট হারিয়ে। তারা ৪৬ ওভার ব্যাট করে। দলের পক্ষে পিয়ার মো. সৌরভ ১৪,রায়ান রাফসান ৩২,সাজ্জাদ হোসেন ১৬,মইনুল ইসলাম মইন ২৬ এবং হাসান মুরাদ মুন্না অপরাজিত ৪২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান।

পূর্ববর্তী নিবন্ধচবির ডিন নির্বাচন ৩০মার্চ
পরবর্তী নিবন্ধউস্তাদ আজিজুল ইসলামের বাঁশিসন্ধ্যা