চন্দনাইশ প্রবাসীর ঘরে হামলা, মা মেয়েসহ আহত ৪

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উত্তর জোয়ারা সৈয়দ আমির কুলালপাড়ায় এক প্রবাসীর ঘরে রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটেছে। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর জোয়ারা এলাকায় প্রবাসী কবির আহমদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশীর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত সোমবার রাত ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে কবির আহমদের ঘরে হামলা চালায়। হামলায় প্রবাসী কবির আহমদের স্ত্রী ফেরদৌস বেগম (৪৫), তার ২ মেয়ে নাহিদা সুলতান (২৩) ও জান্নাতুল নাঈম (২৬) এবং মেয়ের জামাই মো. ইসমাইল (৪১) আহত হন। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গতকাল মঙ্গলবার প্রবাসীর স্ত্রী ফেরদৌস বেগম বাদী হয়ে ৬ জনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলাকারীরা টিনের বেড়া ভাঙচুর করে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকা নিয়ে অনিশ্চয়তা কাটছে
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি না মানায় বোয়ালখালীতে ৪ জনকে জরিমানা