কাল বৈশাখীর ঝড়

বিশ্বজিত বড়ুয়া | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কেমন করে আসবে তুমি

ভাবছি আমি বসে

অগ্নিঝরা রোদের ধরন

হুমকি দিলো কষে।

চক্ষু যে তার টকটকে লাল

মানবে না আর বাধা

বৃক্ষ শেকড় উৎপাটনে

করবে মাটি কাঁদা।

পাহাড় কেটে ঘর কারখানা

যতো পারিস কর

প্রকৃতি দেয় উচিৎ শিক্ষা

কাল বৈশাখীর ঝড়।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : অগ্নিযুগের বিপ্লবী ও লেখক
পরবর্তী নিবন্ধচোখের পাতায়