বন্ধনহীন

নাসরিন এ্যাভি | রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:৫৯ পূর্বাহ্ণ

বালিয়ারি আর নূরীর সমাবেশ দু’পাশে-
সেই যে আমার নদী,
শুয়ে থাকা সর্পের মতন।
রিমঝিম অঝোরে বৃষ্টি ঝরে,
চরাচর ভেসে যায়
এ কূল ভাসে, ও কূলেও প্লাবিত হয়।
চন্দ্রের চুম্বনগুলো চিক চিক জলের উপর।
সমুদ্রের ফেনীল সাদা ঢেউ লেগে থাকে ঠোঁটে ও চিবুকে।
প্রতিটি ক্ষণ ক্ষত হই,
খুলে যায় সকল বন্ধন।
উপত্যকা চূর্ণ হয়,
বালিয়াড়ি খসে পড়ে।
চাঁদ দূরে সরে সরে যায়।
কে যে তুমি!
আমি বা কে!

পূর্ববর্তী নিবন্ধতুমি এলে
পরবর্তী নিবন্ধশেখার পাঠ