চন্দনাইশে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা হেডকোয়াটার-চুড়ামনি-সাত্তারহাট জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি উক্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে দেশের জনগণের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন। তারই অংশ হিসেবে ইতিমধ্যে চন্দনাইশের প্রায় প্রতিটি সড়কেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। ব্রিজ কালভার্ট নির্মাণ অব্যাহত রয়েছে। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংস্বপূর্ণতা অর্জন করেছে। দেশের প্রায় প্রতিটি এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। যারা এক সময় এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, বাংলাদেশকে অনুকরণ করছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তৌহিদুল আলম, আবদুর রহিম চৌধুরী, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, কামাল উদ্দিন, শিক্ষক মিন্টু কুমার দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৪, আহত ৮
পরবর্তী নিবন্ধসিএমপিকে ২০ হাজার মাস্ক দিলো কানেক্ট দ্যা ডটস