চট্টগ্রাম মেডিকেল কলেজে রিসার্চ মেথডোলজির উপর কর্মশালা

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঁচদিনব্যাপী রিসার্চ মেথোডোলজির উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল হতে ১৩ এপ্রিল পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ সেন্ট্রাল রিসার্চ সেল ও এথিঙ রিভিউ কমিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ। এই কর্মশালায় ২৪ জন মেডিকেল শিক্ষক অংশগ্রহণ করেন। চার গ্রুপে বিভক্ত হয়ে এই গবেষণা কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন অধ্যাপক রিদওয়ানুর রহমান, অধ্যাপক রাশেদা সামাদ, অধ্যাপক এস.এম আশরাফ আলী, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যাপক মো. আবদুস সাত্তার, অধ্যাপক জাহিদ হোসেন শরীফ, অধ্যাপক সুযত পাল, ডা. নূর হোসেন ভূঁইয়া, ডা. মেহেরুন্নেছা খানম ও অধ্যাপক এম.এ. ফয়েজ। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ সেন্ট্রাল রিসার্চ সেল-এর সভাপতি অধ্যাপক সাহেনা আকতারের নেতৃত্বে কর্মশালায় সমন্বয়ক ছিলেন রিসার্চ সেল-এর সাধারণ সম্পাদক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ, এথিঙ রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক এরশাদ উদ্দিন আহমেদ। কর্মশালায় শেষ দিনে চিকিৎসা গবেষণায় নৈতিকতা সম্বন্ধে প্রশিক্ষণ দেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিসিনের অধ্যাপক (অব.) এম.এ ফয়েজ। সাবেক মহাপরিচালক তার বক্তব্যে এই গবেষণা কর্মশালার প্রশংসা করেন এবং বর্তমান সরকারের মেডিকেল গবেষণার উপর প্রদত্ত গুরুত্ব সম্বন্ধে আলোকপাত করেন। তিনি বলেন, এ ধরনের গবেষণা কর্মশালা যত বেশী হবে তত বেশি গবেষণা কার্য্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে স্বস্তিতে নেই মানুষ : কর্নেল অলি
পরবর্তী নিবন্ধরাউজানের মহামুনিতে চৈত্র সংক্রান্তি উৎসব