চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ২ দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে সম্পন্ন হয়েছে। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রনজিত কুমার শীল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আহছানুল হক, উষানু চৌধুরী, মাহফুজা আক্তার, মোছলেহ উদ্দিন, সোহেল আহমদ ভূঁঞা, মো. কাওসার আহমদ, অর্চনা চাকমা, মো. মাঈনুদ্দিন ও শিলাদিত্য মুৎসুদ্দী। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা শিশু একাডেমির প্রশিক্ষক, বিচারক, প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১ জেলা থেকে ক, খ ও গ গ্রুপে ৭৯টি ইভেন্টে ৮ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এসব প্রতিযোগিতায় শুধুমাত্র ১ম স্থান অর্জনকারীরাই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

পূর্ববর্তী নিবন্ধফকির মোহাম্মদ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধারে নবযুগের সূচনা করেন