শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধারে নবযুগের সূচনা করেন

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

বঙ্গবন্ধু পরিষদ, জেলা শাখার উদ্যোগে গত ২৭ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : বাংলাদেশের মূলধারায় যাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক বেগম সৈয়দা তাহেরা। অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, চবি উপউপাচার্য ও প্রফেসর বেনু কুমার দে, চবির ইনস্টিটিউিট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর ড. মো. দানেশ মিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল আলম, চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আকতার, আব্দুল মোতালেব। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের নবযুগের সূচনা করেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে গণমুখী উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনা করে চলেছেন। মুখর পরিবেশ সৃষ্টিতে তাঁর অসামান্য ভূমিকা বিশ্ব জগতে তাঁকে এক অনন্য প্রভাবশালী নেত্রী হিসেবে প্রসংশা ও খ্যাতির পরম শিখরে নিয়ে গেছে। সমুদ্র সীমা, ছিটমহল সমস্যা, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ এবং হাল আমলের পদ্মাসেতু সম্পূর্ণ করার মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে এক সম্মুখবর্তী অভিযাত্রায় এগিয়ে নিয়ে চলেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবিলুপ্ত হয়ে গেছে নগরীর ৬০ শতাংশ পাহাড়