চট্টগ্রামসহ সারাদেশে ভূকম্পন অনুভূত

আজাদী অনলাইন | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৯:৫৩ পূর্বাহ্ণ

আজ শুক্রবার ভোরে মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে: ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, সেখানে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্প হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি গোপনীয়তা লংঘনের অভিযোগে সু চির ৩ বছরের সাজা
পরবর্তী নিবন্ধপেটের ব্যথা নিয়ে হাসপাতালে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী