চট্টগ্রামসহ দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া সৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

এ আবহাওয়াবিদ বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপিতার হত্যার বিচার দাবিতে তিন শিশু সন্তানের মানববন্ধন
পরবর্তী নিবন্ধবিএনপির রাজনীতি লাশের ওপর প্রতিষ্ঠিত : তথ্যমন্ত্রী