চঞ্চল

ইউসুফ মুহম্মদ | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

সাধু তো বুঝেনি দুঃখের বয়ান,
তার কথা-বাণী;
পাখিও কি বুঝে শুভ্র মেঘেরে!
এ’কানে ও’কানে করে কানাকানি।

বর্ষা এলেই ভিজতে দিয়েছে
উড়াল-জাজিম, কান্না ও শব্দের অভিলাষ
সবকিছু ভুলে হয়নি সে তুরুপের ছেঁড়া তাস।

বর্ষা কেঁদেছে শব্দের ভিড়ে,
তাড়না ছিল না গানে
মেঘের নূপুর মায়া রেখে গেল
তানপুরা অভিযানে।

কার্তিকে ঘুমছুট কুয়াশায় কি যেন লিখেছে
শীতক্লান্ত ভরা পূর্ণিমা চাঁদ!
সুরের আবেশ ঘুম ভেঙে দেখে
জ্যোছনায় পোড়ে ভিন দেশী প্রবাদ ।

মাছরাঙা ভাসে হালদার জলে কূল ভাঙে ঢেউ
উত্তরের বায়ু অতিথি পাখির রমন গোঙানী
কীভাবে কীভাবে কার কানে রেখে যায়।

পূর্ববর্তী নিবন্ধ১৬ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধআমাদের সে একটাই আঙুল ছিল