চকবাজারে পাহাড় কাটার সময় চারজন আটক

পরিবেশ অধিদপ্তরের মামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার থানাধীন পার্সিভিল হিলে পাহাড় কাটার সময় চার জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার আটক চার জনসহ পাঁচ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো, চকবাজারের কলেজ রোডের মৃত আলহাজ্ব খায়ের উল্যাহ ভূঁইয়ার ছেলে খোরশেদ আলম ভূঁইয়া (৪৮), নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ নেছার আলীর ছেলে মো. বকুল আলী (২৬), মহাদেবপুর থানাধীন চানদাইশ গ্রামের মো. তায়েজের ছেলে মো. মিন্টু (৩৫), একই গ্রামের মৃত মো. কলিম উদ্দিনের ছেলে মো. রবিউল (২৩) এবং বগুড়া জেলার আদমদীঘি থানাধীন তেতুলিয়া গ্রামের মো. সজীব ইসলাম (২১)। চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি লিখিত এজাহার থানায় মামলা হিসেবে রেকর্ড হয়েছে। আসামি পরিবেশ অধিদপ্তরের জিম্মায় রয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন দৈনিক আজাদীকে জানান, গত দুই-তিনদিন ধরে পার্সিভিল হিলে পাহাড় কাটা হচ্ছিল। শনিবার সকালে পাহাড় কাটার সময় চকবাজার থানা পুলিশের একটি টিম চারজনকে আটক করে। এরপর বিষয়টি আমরা জানার পর পরিচালক মহোদয়ের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাই। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সাথে কথা বলে জেনেছি, ভূমি মালিক খোরশেদ আালম ভূঁইয়ার নির্দেশে শ্রমিকরা পাহাড় কেটেছেন। আটককৃতরা সকলেই শ্রমিক। পরে ভূমি মালিক ও আটক চারজনসহ পাঁচজনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রোববার সকালে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপালিয়ে যাওয়া সুপারির ট্রাকটি সিলেটে জব্দ
পরবর্তী নিবন্ধ৬টি ফিশিং বোট ও একশ কেজি ইলিশ জব্দ