গো খাদ্যের বাড়তি দাম

রাজাখালী-চাক্তাইয়ে অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

অতিরিক্ত দামে গো খাদ্য সয়াবিন ও গমের ভূসি বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টার সময় নগরীর রাজাখালী এবং চাক্তাই এলাকায় চলা অভিযানে নেতৃত্ব দেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। অভিযানে মূল্যতালিকা না টাঙানো ও ক্রয়মূল্যের রশিদ দেখাতে না পারায় ব্রাদার্স ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্য তালিকা না টাঙানোয় আলিফ ট্রেডিং, কিষোয়ান গ্রুপ, জেসি ফুড প্রডাক্টসকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। অভিযান প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েক সপ্তাহ ধরে গো খাদ্যের দাম বাড়ছে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযান চালানো হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধউল্টো পথে বিআরটিসির বাস, দুর্ঘটনায় আহত ১১
পরবর্তী নিবন্ধসলিমপুরে দাম্পত্য কলহে স্বামীর আত্মহত্যা