উল্টো পথে বিআরটিসির বাস, দুর্ঘটনায় আহত ১১

পৃথক ঘটনায় পথচারীর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১১ জন যাত্রী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মোটর সাইকেলের ধাক্কায় মহাসড়কের হরিণখাইনে পথচারী মো. জাফরের (৬০) মৃত্যু হয়। তিনি ওই এলাকার ওমর মিয়ার ছেলে। অন্যদিকে রাত ৯টার দিকে বাইপাস সড়কের ভাটিখাইন পয়েন্টে বিপরীতমুখী বিআরটিসি বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির ১১ জন যাত্রী আহত হন। আহতের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কেরানিহাট হাসপাতালসহ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। ফলে তাদের পরিচয় পাওয়া যায়নি। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সিরাজুল ইসলাম বলেন, বিআরটিসি বাস উল্টোপথে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাস ও মাইক্রোটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি দুটির ড্রাইভার পলাতক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর এলডিপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধগো খাদ্যের বাড়তি দাম