নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা নিকেতনের মন্দির পরিক্রমা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল নন্দীরহাটস্থ নেহালপুর বাসুদেব যোগাশ্রমে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। প্রধান অতিথি ছিলেন বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য মহারাজ। পরিষদের সাংস্কৃতিক সম্পাদক দীলিপ দাশ, সহ–সাংস্কৃতিক সৃজন রায় ও প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি পরিমল সিকদার, নিকেল দে, দীপক কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রুভেল দে, মিহির দে, সিদ্বার্থ শংকর দাশ সিধু, সমাজকল্যাণ সম্পাদক সুমন সেন, সদস্য রাজীব বণিক রাজু, অসীম ধর, কণা দেব বর্মন, আশীষ আচার্য্য, বিপ্লব দে, অনজন দাশ, রতন দে, এস প্রকাশ পাল, রুবেল দাশ, অমলকৃষ্ণ বৈষ্ণব, ঝুমুর দাশ, নন্দিতা দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।