গানে গানে মুখর ফুয়াদ লাইভ

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

 

সুরের নিদারুণ নৈপুণ্যে সম্পন্ন হলো ফুয়াদ লাইভ। রোববার (২৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে গান, পারফরমেন্স ও সুরের এক মিতালি হয়ে জমে ওঠে পুরো মঞ্চ। এদিন একই মঞ্চে ১৪ বছর পর বেইজ বাবা সুমন, ফুয়াদ ও আনিলার গানে মুখর হলো চারিদিক। নিটোল পায়ের রিনি ঝিনিতে শ্রোতারা হলো বিমোহিত। চিরচেনা এই গানের তালে সুর তুললো সবাই। এ যেন ছিল সঙ্গীতপ্রেমীদের জন্য এক স্বপ্নিল সন্ধ্যা। এই কনসার্টে আরও ছিল মোট ৩০ তারকার সঙ্গীত জমকালো পরিবেশনা। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। খবর বাংলানিউজের।

কনসার্টের শুরুতেই মঞ্চে ওঠেন হাসিব। কণ্ঠে তুলে নেন সবার প্রিয় গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারেগানটি। ফুয়াদ ইন্ট্রো বিভাগে মঞ্চে ‘তুমি হীনা’ গানটি পরিবেশন করেন ফাইরুজ। এরপর তাশফি নিয়ে আসেন তার বেশ কয়েকটি গান। এরপরেই জেফার মঞ্চ মাতান ‘ব্যস্ত শহরে’ গানটি দিয়ে। এলিটা করিম মঞ্চে ওঠেন ‘কোথায়’ গানটি দিয়ে। পরে সঙ্গীত পরিবেশন করেন পান্থ কানাই, ব্যাক জাং, আলী হাসান। এরপর আবার মঞ্চে আসেন ফাইরুজ এবং ফুয়াদ ইন্ট্রো পার্ট শেষ করেন। এবার রাফা ইন্ট্রোতে একে একে পারফর্ম করেন, রাফা, আশরিন, জাকি আদনানা, জোহাদ এবং রিয়াসাত। সর্বশেষ পার্ট ছিল, বেইজ বাবা সুমন ইন্ট্রো। এতে গানের সূচনা করেন বেইজ বাবা সুমন নিজেই। এরপর আসেন আনিকা, তাশফি, হাসিব, জোহান ও হাসিব। এভাবেই একে একে দেশের জনপ্রিয় মোট ৩০ জন তারকা শিল্পী গান পরিবেশন করেন। সুমন ও আনিলার ‘গাইবো না আর কোনো গান’ এর মূর্ছনায় মুখর হয়ে ওঠে পুরো জনস্রোত। একই সঙ্গে মঞ্চে ১৪ বছর পর গান পরিবেশনা করে ফুয়াদ, আনিলা ও বেইজ বাবা সুমন। ফুয়াদের ‘নিটোল পায়ে’ আরও ঝড় তোলে স্রোতাদের মধ্যে।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের সঙ্গে দেখা করতে আগ্রহী মীর
পরবর্তী নিবন্ধসেন্সর পেল ‘লিডার আমিই বাংলাদেশ’