খানা ভিত্তিক তথ্য নিবন্ধন কার্ড উদ্বোধন

রাউজান পৌরসভার অনলাইন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার নাগরিকরা সেবা পাবেন অনলাইনে ডিজিটাল প্রদ্ধতিতে। গতকাল বুধবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেবা দানের জন্য পৌরসভার থেকে অনলাইন খানা ভিত্তিক তথ্য নিবন্ধন কার্ড প্রদান করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে তার পুত্র সজিব ওয়াজেদ জয় সারা দেশকে আধুনিক প্রযুক্তির নেটওয়ার্কের আওতায় এনেছেন। তার সূচিত প্রযুক্তি বিপ্লবের সুফল পেতে যাচ্ছে রাউজান পৌরসভার নাগরিকগণ। পৌর নাগরিকরা দ্রুত সময়ে এই সুফল ভোগ করতে যাচ্ছেন। খানা তথ্য নিবন্ধন কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র বলেন পৌরসভার কর্মকাণ্ড পরিচালনা করেই নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সেহাগ, উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ওসি আব্দুল আল হারুন। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, এডভোকেট সমীর দাশগুপ্ত, নাছিমা আক্তার, কাউন্সিলর শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, মুছা আলম খান, সুমন দে,সওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছির, আবু সালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅরিন্দম, বাধা ডিঙিয়ে স্বপ্নযাত্রা
পরবর্তী নিবন্ধখানদীঘি হাই স্কুলকে কলেজে রূপান্তর করা হবে : এমপি নজরুল