খানদীঘি হাই স্কুলকে কলেজে রূপান্তর করা হবে : এমপি নজরুল

| বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের খানদীঘি হাই স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, শিক্ষার্থীদের বিদায় ও পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুলে নতুন ভবন উদ্বোধনী সমাবেশে নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, চন্দনাইশের খানদীঘি হাই স্কুলকে কলেজে রূপান্তর করা হবে। মরহুম আবদুল ওয়াহেদ মাস্টার ছিলেন এই অঞ্চলের প্রবাদ পুরুষ, প্রকৃত মানবপ্রেমী। তিনি একটি হাই স্কুল ও একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করে চন্দনাইশে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন। তার সম্মানে বিদ্যালয় দুটির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, শাখাওয়াত হোেসেন শিবলী, আবদুল আলিম, থানা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, খোরশেদ বিন ইছহাক, প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ ও জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকাশ চন্দ্র দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানা ভিত্তিক তথ্য নিবন্ধন কার্ড উদ্বোধন
পরবর্তী নিবন্ধগবেষণার মাধ্যমে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করায় গুরুত্ব