খাগড়াছড়িতে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে দুদকের মামলা

মিথ্যা অভিযোগ দায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

মিথ্যা অভিযোগ দায়ের করায় খাগড়াছড়িতে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন দুদক রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর।
দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার জানান, দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগে মাটিরাঙা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৮ (গ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, দীপক কান্তি চাকমা মাটিরাঙা কলেজের অধ্যাপক আবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে ভুয়া জাল জালিয়তির মাধ্যমে নিয়োগ দিয়ে সরকারি ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন। কিন্তু পরবর্তীতে দুদকের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। যেহেতেু তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, তাই দীপক কান্তি চাকমার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। জেলা ও দায়রা জজ আদালত মামলাটি আমলে নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহচ্ছে উন্নয়ন, ব্যয় অর্ধ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমাদকের বিরুদ্ধে সাইকেল