হচ্ছে উন্নয়ন, ব্যয় অর্ধ কোটি টাকা

মগদাই-ইসলামি স্কুল সড়ক

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিম গুজরা মগদাই-ইসলামি স্কুল সড়কটি অর্ধ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হবে। এই সড়ক আরআরসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়নের আওতায় আনা হচ্ছে।
গত শনিবার ইসলামিয়া স্কুল সড়ক পরিদর্শন করেন স্থানীয় চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। এ সময় তিনি বলেন, আমার ইউনিয়নে অনেক সড়ক গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বেশির ভাগ সড়ক সংস্কার করা হয়েছে। এখন বন্যা বিধ্বস্ত ইসলামিয়া স্কুল সড়কটির উন্নয়নে ৫০ লাখ টাকার প্রকল্প চূড়ান্ত হয়েছে। উন্নয়ন আওতায় আসবে গুরুত্বপূর্ণ হযরত মাওলানা সৈয়দুল হক সড়কসহ ক্ষতিগ্রস্ত হওয়া সব রাস্তা।
এসময় সাথে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মোহাম্মদ মিজান, আওয়ামী লীগ নেতা অংশুমান বড়ুয়া, ইউপি সদস্য আবদুল মালেক, মোহাম্মদ ইসমাইল, জগদীশ বড়ুয়া, প্রকৌশলী আনোয়ারুল আজিম, আলী আজম, লিটন দে, ইমরান ফরিদ বাবলু, টনি বড়ুয়া, আবদুর রহমান মোরশেদ বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে যুবতীর মৃত্যু
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে দুদকের মামলা