খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:২৭ পূর্বাহ্ণ

পুলিশের বাধার মধ্যে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গতকাল সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়কে উঠতে চাইলে আদালত সড়কে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও সাংগঠনিক সম্পাদক একরামুল হক রানা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় তিন ছিনতাইকারী আটক
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু