দেশে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে; আরও ৩১ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মারা যাওয়া দুজনই পুরুষ, দুজনই ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে অন্যজনের ৬০ বছরের বেশি। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আগের দিন ২৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল অধিদপ্তর। রোববার করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তার আগের দিন একজনের মৃত্যু হয়েছিল এ ভাইরাসে। এর আগে টানা ৩০ দিন কোভিডে মৃত্যুহীন ছিল বাংলাদেশ।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৩০ জন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা
পরবর্তী নিবন্ধবড়পোলে মোটর সাইকেলকে চাপা দিল কাভার্ডভ্যান