মোহরায় তিন ছিনতাইকারী আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কামাল বাজার এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটেরিকশা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। গত রোববার রাতে কামাল বাজার বশির টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উত্তর মোহরার মৃত আহম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর (২৬), জোরারগঞ্জ থানার মধ্যম সোনার পাহাড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. আলী আজগর (২৬) ও রাউজান থানার নোয়াপাড়ার মো. নুরুচ্ছফার ছেলে মো. ছাদেক (২৬)। এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুর রহমান জানান, ছিনতাইকারীরা গত ১৮ মে রাত সাড়ে ১২টায় পশ্চিম মোহরার মেহেরাজখান চৌধুরী ঘাটা থেকে এক ব্যক্তিকে হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে সিএনজি করে পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার ঐ ব্যক্তি রোববার রাতে চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় ছিনতাইকারীদের দেখতে পেলে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটেরিকশা, নগদ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিভল স্কয়ারের কারখানার আগুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা