‘কৃষিকাজের উন্নয়নে সাফল্য আনবে হাইড্রোলিক এলিভেটর রাবার ড্যাম’

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় বরুমচড়া ইউনিয়নের ভরা শঙ্খ খালে ২৩ কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর রাবার ড্যাম। গতকাল সোমবার দুপুরে রাবার ড্যাম কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হুদা ও উপ-পরিচালক মো. নাসির উদ্দিন। পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময়ও করেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, ইউপি সদস্য দিদারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে মো. মঞ্জুরুল হুদা বলেন, হাইড্রোলিক এলিভেটর রাবার ড্যাম কৃষিকাজের উন্নয়নে সাফল্য বয়ে আনবে। এর ফলে ৩ হাজার একর জমিতে সবজি ও ইরি চাষ করতে পারবে অন্তত ১০ হাজার জন কৃষক। তিনি আরো বলেন, পরীক্ষামূলকভাবে এই বাঁধ স্থাপন করেছে সরকার। সফলতা পেলে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বাঁধ নির্মাণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, এ বাঁধের ফলে উপজেলার অনাবাদি জমি আবাদে আগ্রহী উঠেছেন অনেক কৃষক। বিষমুক্ত নিরাপদ সবজি চাষে তারা উৎসাহিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৫ দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধলাল-সবুজের বগি নিয়ে ঢাকায় গেল সুবর্ণ