কিশোর-যুবারা দিন দিন বিজ্ঞান চর্চায় মনোযোগী হচ্ছে

রাউজানে বিজ্ঞান অলিম্পিয়াডে মুনীর চৌধুরী

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেছেন, বর্তমানে কিশোর-যুবারা অনেক সৃজনশীল, তারা দিন দিন বিজ্ঞান চর্চায় মনোযোগী হচ্ছে। নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছে। তাদের মেধাকে শানিত করতে পারলে তারা দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অনেক কিছু করতে পারবে। মঙ্গলবার রাউজানে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মুনীর চৌধুরী।
তিনি জানান, শীঘ্রই ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে তার দপ্তর বিভিন্ন এলাকায় বিজ্ঞান মেলা করবে। আগামী মাসে ওই গাড়ি নিয়ে বেতবুনিয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় রাউজান উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জোনায়েদ কবির সোহাগ। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিঙন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণীর আগে শতাধিক শিক্ষার্থী বিজ্ঞানের ওপর এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসলিমপুরে দাম্পত্য কলহে স্বামীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাবি