সরাসরি ভর্তি পরীক্ষা নেবে রাবি

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

অনলাইনে নয় সরাসরি (ফিজিক্যালি) ভর্তি পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (এসি) সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচর্য অধ্যাপক এম আব্দুস সোবহান। অনলাইনে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি ও এসি সদস্য অধ্যাপক সুলতান-উল ইসলাম টিপু। তিনি বলেন, ফিজিক্যালি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কি হবে সেটি নীতি নির্ধারণী কমিটি ঠিক করবে।

পূর্ববর্তী নিবন্ধকিশোর-যুবারা দিন দিন বিজ্ঞান চর্চায় মনোযোগী হচ্ছে
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে জুয়ার আসর থেকে আটক ২০