প্রত্যাশা

নাদিয়া ফারহানা | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

একটা পাহাড় চেয়েছিলাম

শুধুই কি উচ্চতার জন্য?

বলিষ্ঠ শক্ত পাহাড়

যে নিয়ে যাবে নীলিমার কাছাকাছি

লোকালয় থেকে দূরে বহুদূরে

মেঘবালিকা ছুঁয়ে যাবে বুনো ইচ্ছেগুলো

বৃষ্টি ভিজিয়ে দিবে অশান্ত মন।

একটা পাহাড় চেয়েছিলাম

সবুজ সতেজ তরুণ পাহাড়

যার বুকে জংলী ফুলের পাটি বিছানো

যেখানে শুয়ে চাঁদের সাথে চলে

কথোপকথন।

একটা পাহাড় পেয়েছি

হিমালয় ছাড়িয়ে গেছে উচ্চতায়

শুভ্র কনকনে বরফের পাহাড়

ঠাণ্ডা শীতল শুষ্ক পাথর

লোকালয় থেকে বহুদূর

সবুজের লেশ মাত্র নেই

হ্যাঁ আকাশের খুব কাছে

অথচ আকাশ দেখা হয় না

পাহাড়ের বুক যেন তুষারাবৃত

সুপ্ত আগ্নেয়গিরি।

বৃষ্টিতে ভেজা হয় না

তুষার ঝড়ে মন যেন বরফের শিলাখণ্ড।

একটা পাহাড় চেয়েছিলাম

কেন বলা হলো না

সাদা নয় সবুজ পাহাড় খুঁজেছিলাম।

পূর্ববর্তী নিবন্ধসময় এবং সম্পর্ক
পরবর্তী নিবন্ধ‘ভীষণ রকম ভালোবাসি’