‘ভীষণ রকম ভালোবাসি’

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

ভালোবাসার কঠিন চক্রে ‘ভালোবাসি’ শব্দের নিখাদ মায়ায়

আটকে গেছে আমার পুরো পৃথিবী,

আটকে গেছে জীবন চক্রের শেষ অবশিষ্ট যা আছে বাকি,

নগদের খাতা তুলে রেখেছি বাকিতে

জীবনের পরতে পরতে মস্তিস্কের স্নায়ুকোষ জুড়ে কেবলই তোমারই বিচরণ।

নিজেকে ভাবতে গেলে তুমি এসে ভিড় করে বসো ভাবনার আকশে,

ভাবনার বেহালারা সুর তুলে রোজ তুমিহীন আরশে।

তুমিহীন শূন্যতা তবু সবটুকুই জুড়েই তুমি জুড়ে থাকো আমারই পূ্‌র্ণতায়।

চাইলেই মুছে ফেলা যায় না, চাইলেই ভুলে যাওয়া যায় না,

ভালোবাসার ব্যারিকেডে আবদ্ধ কিছু মুহূর্ত

চাইলেও এড়িয়ে যাওয়া যায় না।

কিছু অপ্রাপ্তিতে থাকে প্রচণ্ড রকম ভালোবাসার সুখ,

দেখার অপেক্ষায় বাহানারা রোজ পথ সাজিয়ে যায় অবিরত,

পথের পরে পথ, ফুরিয়েছে যে রথ,

তবু অপেক্ষায় নেই আক্ষেপ, নেই বিষণ্নতা।

আপসহীন ভালোবাসার এই কঠিন চক্রে শুধু বলতে চাই;

ভীষণ রকম ভালোবাসি’

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাশা
পরবর্তী নিবন্ধসমঝোতা