আমার আকাশ বুকে সূর্য তুমি
খর রৌদ্রে হিম
আমার পুষ্প ধরা বৃন্তি তুমি
বৈশাখী রিমঝিম।
তোমার আঙুল ধরেই মা গো
পা পা করে পথে,
ভুল ত্রুটিও বুঝি ওমা
তোমার বিধি মতে।
রাঁধতে গেলে পাঁচন, সুক্তো
মাসকলাইয়ের ডাল,
মানসপটে তোমার শ্রীমুখ
স্মৃতির মহাকাল।
শব্দগুলো তোমার জন্য
তেমনই যেন সাজে,
পুতুল বেঁধে দিতে যেমন
আমার ঝুঁটির মাঝে!
আম, কাঁঠালের ঘ্রাণ পেলে, এই
মনটি মা মা করে,
ঝিয়ের বাড়ি পাঠিয়েই তাই
শান্তি পেতে ভরে।
কাজগুলো হোক যত্ত কঠিন
তুমিই আছ বলে,
সমাধানের সূত্র হয়ে
তোমার হাসিই মেলে।
তোমার হাসি সমুদ্রময়
তোমার হাসিই ভোর
শিশুর মতন থাকতে যে চাই
তোমার বাহুডোর।
মা রে, ওমা,
তারস্বরে,
কি যে সুখের গান,
অনন্তকাল অটুট রেখো
নিবিড় নাড়ির টান।