সমঝোতা

আমিনা বেগম রেবা | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

অনেকদিন, এমন হয়েছে, যে

আমরা একসাথে খেতে বসিনি।

খাওয়ার টেবিল জুড়ে,

ঘন গভীর নৈশব্দের একটি,

কালো চাদর যেন বিছানো থাকতো।

একাকী খাওয়ার টেবিল,

দীর্ঘশ্বাস ছেড়ে, আরও যেন,

ভৌতিক করে তুলেতো চারপাশটা।

হায়, জীবন যুদ্ধের দিনগুলো শেষে,

বিষণ্ন নতমুখে, আমরা আবারও, ঘরে ফিরি।

ফিরতে হয়।

একই বিছানা, মশারি, বালিশ।

দুজনের, দুই জোড়া হাত,

আবদ্ধ স্মার্ট ফোনে, কিংবা বই

কেউ কারুর নয়,

সমঝোতা? জীবনযাপন মাত্র!

এর বেশি, কিছুই নয়।

আহা, জীবন! মানুষের!

পূর্ববর্তী নিবন্ধ‘ভীষণ রকম ভালোবাসি’
পরবর্তী নিবন্ধসাফা-মারওয়া : আল্লাহতায়ালার কুদরতি নিদর্শন সমূহের অন্যতম