কিডনি রোগী কল্যাণ সংস্থার শোভাযাত্রা

বিশ্ব কিডনি দিবস

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বিশ্ব কিডনি দিবস২০২৪ উপলক্ষে গতকাল বিকাল ৪টায় কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ বছরে দিবসটির মূল প্রতিপাদ্য– ‘ন্যায়সঙ্গত সেবা প্রাপ্তি এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতকরণ’। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেরাগি পাহাড় মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থার কিডনি ট্রান্সপালান্ট সোসাইটির যুগ্ম আহবায়ক বাংলাদেশ হিউম্যান রাইটস মহাসচিব ও মানবাধিকার কর্মী এডভোকেট জিয়া হাবিব আহসান। তিনি বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জন্য স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই।

শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন সৈয়দ আবু মূসা, আকতারুজ্জামান কায়সার, অধ্যাপক সাব্বির আহমেদ, কাজী আশরাফুল হক জীবন, মোঃ হোসেন, মুহাম্মদ ওবায়দুল হকমনি, মোঃ আলমগীর, মোঃ মোকামেল হক খান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শাকিল, নজরুল ইসলাম শুকরিয়া, মোঃ কামরুল ইসলাম, এড. মোঃ ফিরোজ, মোহাম্মদ আবদুল কায়ুম, কাজী ইউসুপ আলী চৌধুরী, মোঃ আরিফ, এড. নুরুল আনোয়ার চৌধুরী, শাহরিয়া মাহমুদ খান, শাহ আদনান শাহরিয়া, মোঃ সামছু উদ্দিন, মোঃ সেলিম, দীপংকর বোস, শাহজান মির্জা, রূদ্দি বড়ুয়া, হামিম মিল্লাত, আকতার উদ্দিন মোঃ ফয়সাল, আহসান উদ্দীন সাদেক, মোঃ আবদুল আলী, হৃদয় বড়ুয়া ও ফাহিম ফয়সাল প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রীতি সমাবেশ