কাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রীতি সমাবেশ

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

উত্তর চট্টলার প্রাচীন বিদ্যাপীঠ কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রীতিসমাবেশ ১৪ মার্চ বাঁশখালীস্থ বেলগাঁও টি এস্টেটে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ও চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে এ প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী। সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলী আকবর চৌধুরী ও প্রফেসর গোলাম কাদের চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশীয় চা সংসদের সভাপতি মো. আবুল বশর, শিক্ষানুরাগী মাহবুব উল আলম চৌধুরী।

প্রধান অতিথি সফিউল আলম চৌধুরী বলেন, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে নানাভাবে ভূমিকা রাখছে। প্রাক্তন শিক্ষার্থীদেরকে বর্তমান অসহায় গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। টাকার অভাবে যারা ঠিকভাবে পড়াশোনা করতে পারছেনা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা জরুরি। প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর গোলাম কাদের চৌধুরী, আলী আকবর চৌধুরী, জাহানারা সিদ্দিকী ও জেসমিন আক্তার মিনু। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নিলুফার মাহবুব ও কাজী দিলরুবা আদনীন (নওরিন)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সীমান্ত নেই