নিষ্ঠা ফাউন্ডেশনের ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠান

| শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের ওয়েলকামিং রমাদ্বান অনুষ্ঠান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে গত ৮ মার্চ আগ্রাবাদস্থ এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের বিগত বছরের আয়ব্যয়সহ প্রতিবেদন ও আগামী বছরের পরিকল্পনা ও বাজেট পেশ করা হয়। সভায় আজীবন সদস্য, কুইজবিজয়ী ও প্রশিক্ষণ প্রাপ্তদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। নিষ্ঠার অর্থ সচিব আসিফ ইউসুফ চৌধুরী ও আজীবন সদস্য মাওলানা ইকরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। বক্তব্য রাখেন প্রফেসর ড. লুলু আলমারজান, অধ্যক্ষ মো: সেলিম, মিডিয়া ব্যক্তি দেওয়ান মাকসুদ, এডভোকেট আবুল কাশেম, কামরুদ্দিন ছিদ্দিক, মিজানুর রহমান, এম.. সবুর প্রমুখ। এতে সর্বমোট ৬৮ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাইনুল হাসান চৌধুরী বলেন, নিষ্ঠার বহুমুখী সেবার কারণে এটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন সেবাগুলো থেকে হাজার হাজার অসহায় মানুষ উপকৃত হয়েছে। এ্যাম্বুলেন্স, অঙিজেন, কাফনদাফনসৎকার, কুরবানি, রক্তদানসহ ইত্যাদি খাতে এ ফাউন্ডেশন সেবা কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। সুশিক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের স্বার্থে নিষ্ঠার পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের ইফতার বিতরণ কর্মসূচি কাল
পরবর্তী নিবন্ধকিডনি রোগী কল্যাণ সংস্থার শোভাযাত্রা