কালবোশেখি

সনজিত দে | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

শান্ত, নদী শান্ত আকাশ একটু খরা তবে
সবকিছু ঠিক, ছিল কিন্তু ভালো-মন্দে সবে
হঠাৎ আকাশ বদলে হলো রণমূর্তি ছবি
মেঘের খামে ঢুকে পড়ে সোনারঙা রবি।

ওমা আকাশ গুড়ুম গুড়ুম মেঘরা কেমন ক্ষেপে
দমকা হাওয়ার কালবৈশাখি নামছে যেন চেপে।
বিজলি হানে গুমোট আকাশ বুকটা কাঁপে দুরু
রক্তচক্ষু বুনো হাওয়ায় ভাঙন হলো শুরু।

ডাল ভাঙে আর ঘর কেড়ে নেয় ভাঙে পাখির বাসা
সাথে কতোজনের ভাঙে বেঁচে থাকার আশা।
কালবৈশাখি কেমনটা তুই, তোর কি আছে জানা
কতো পাখি তোর কারণে হারিয়েছে ডানা?

তোদের কাছে তুচ্ছ সবই কালবৈশাখির হানা।
থামা এবার ধ্বংস লীলা করছি তোকে মানা।

পূর্ববর্তী নিবন্ধদিপু ও ময়না পাখি
পরবর্তী নিবন্ধমেলছে সুখের ডানা