মেলছে সুখের ডানা

অনিন্দ্য আনিস | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

ওই গগনে রবির কিরণ
আলোয় আলোকিত;
ভোর সকালের মিষ্টি হাওয়ায়
গাইছে পাখি গীত।

আলতো করে ঘাসের বুকে
উড়ছে প্রজাপতি;
দক্ষিণ বায়ু চাল উড়াতে
বাড়াচ্ছে নিজ গতি।

শঙ্খচিলে ওই সুদূরে
মেলছে সুখের ডানা;
কাক শালিকে ধানের খড়ে
খোঁজে আপন খানা।

পূর্ববর্তী নিবন্ধকালবোশেখি
পরবর্তী নিবন্ধরবি ঠাকুর