কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা প্রত্যাশা

জি.এম তাওসীফ | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

আসন্ন বাজেটেও তরুণ সমাজের দাবি-দাওয়ার প্রতিফলন থাকা জরুরি। তরুণ উদ্যোক্তাসহ সবার জন্য বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির পদক্ষেপ নিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে তরুণ সমাজকে গুরুত্বের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। বাজেট প্রণয়নে উদ্যোক্তাসহ তরুণ সমাজের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ক্ষেত্রে কারণ আমরা দেখছি, করোনার কারণে দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে। ব্যাংকসহ বেসরকারি খাতে কর্মী ছাঁটাই ও বেতন কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রবণতা বন্ধে সরকারের হস্তক্ষেপ দরকার। এমনিতেই আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সেটি আরও বেড়ে গেলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে। তাই বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান বাড়াতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা উচিত। আর বিশেষ করে সরকারে বাজেট প্রণয়নে একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমানে দেশে কতজন বেকার আছেন, বাজেটে তার উল্লেখ থাকে না। সে ক্ষেত্রে পাঁচ বছর পর বেকারের সংখ্যা কতখানি কমল, কতজন লোকের কর্মসংস্থান হলো, সেই হিসাব আমরা কীভাবে করব? তাই এই বাজেট প্রনয়নে এই বিষয় দৃষ্টি দিতে হবে। আরো একটা বিষয় লক্ষ্য করা যায়, বিশ্ববিদ্যালয় থেকে আগের চেয়েও অনেক বেশি স্নাতক বেরোচ্ছেন, সেই তুলনায় কাজের সুযোগ বাড়েনি। তাই কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে আরও বাস্তবসম্মত পরিকল্পনা সরকারের কাছে প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধআমাদের সন্তানদের শিক্ষা ঝুঁকি
পরবর্তী নিবন্ধবিরহ