বিরহ

সুতপা চক্রবর্তী | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

দূরে! বহুদূরে!
এতটাই দূরে যে ছুঁয়ে
দেখতে পারি না,
সে তো জাগরণে!
নিকটে! খুব নিকটে!
এতটাই নৈকট্য যে
কোনো বিরামচিহ্ন নেই
দুজনের মাঝে,
সে তো স্বপনে!
কারণে অকারণে,
ব্যস্ততায় অবসরে,
স্বপনে জাগরণে,
উন্মুক্ত মনের দুয়ারে
সরব আসা যাওয়া তোমার
ভীষণ ভালো লাগা
আমার ভিতরে বাহিরে,
যখন এক চিলতে হাওয়া
হয়ে তুমি আসো, প্রিয়

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা প্রত্যাশা
পরবর্তী নিবন্ধসত্য-সুন্দরে উদ্ভাসিত হোক মানুষের অন্তর্জগত