ওয়েস্ট ইন্ডিজ সফরে বিবেচনায় আছেন বিজয়

| বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

 

২০১৫ সালে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন দল থেকে। এরপর ফেরানো হয়েছিল ২০১৮ সালে এসে, তখন নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছিলেন এনামুল হক বিজয়। এক বছর পর ফিরে খেলেছিলেন কেবল এক ম্যাচ। ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলা বিজয় এরপর দলের বাইরেই ছিলেন। তবে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজের ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। ১৫ ম্যাচে ১১৩৮ রান করে দাবি রেখেছিলেন জাতীয় দলে খেলার। প্রথম ব্যাটার হিসেবে বিজয়ই লিস্টএ ক্রিকেটে এক টুর্নামেন্টে করেছিলেন হাজার রান। এবার তার ফলও পাচ্ছেন এই ব্যাটার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ফরম্যাটেই খেলবে টাইগাররা। যার দুটিতে বিবেচনায় আছেন এনামুল হক বিজয়। এমন খবর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনূস। তিনি বলেছেন, বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টিটোয়েন্টি এবং ওডিআই সিরিজে থাকবে আশা করি।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নজরদারি বাড়াতে হবে