এমন ফাগুন মাসে

আরিফুল হক | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

আড়ালে চোখ যায়, থেকে যায় বিষাদ

খনিজ এবং লবণের সমুদ্র, দ্রাবিড় রেখা

চোখের চশমায় উলটপালট শব্দরাজি

পাতিহাঁস, জোড়া পায়রা, ভবঘুরে বাসনা

সব এক করে, একাকার করে, ঘুমায় তন্দ্রা

আর লেপনের রাতমৈথুন, যতিক্রিয়া

ঘুমচোখ আর ক্লান্ত শরীর।

এসব তো উপেক্ষার ভাষা, ভাঙা কবুতর

গাঙচিল আর শালুকের দেশে খেলে যায় প্রেম

পূর্ববর্তী নিবন্ধছায়া ও সময়
পরবর্তী নিবন্ধবিগত পৃষ্ঠা