বিগত পৃষ্ঠা

আবু তাহের মুহাম্মদ | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

অরণ্য উজাড় করা গোধূলি মুঠোয়

কালো মেঘ বেয়ে নামে সাহস দলেরা

কত আর সামলাবে পত পত আঁচলে সন্ধ্যাপতন

মাটিতে ধুলোয়

আলাপগুলো রাত্রিরে ডাকে

স্বপ্নাবিষ্ট কথারা বাঁশপাতা হয়ে পথের মাঝে ঝরে

গোলাপ মালতি ফোটেনি তোমার কন্ঠস্বরে।

সকালে হাঁসেদের মতো জলের দিকে তুমি তেষ্টায়

ছেঁড়া কাগজেরা রাতের গা ঘেঁষে

ময়ূরপাখা নিশান বিগত পৃষ্ঠায়।

জুলদানে এক জররা ডি এন এ

খসে পড়া গ্রহাণুর স্বর্ণালো চেয়ে

দাওনি তো এনে।

পূর্ববর্তী নিবন্ধএমন ফাগুন মাসে
পরবর্তী নিবন্ধজবানবন্দী