ছায়া ও সময়

ফেরদৌস জান্নাতুল | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:০৯ পূর্বাহ্ণ

ছায়ার শিল্প পৃথিবী খোঁজে না

গলিত রক্তে পৃথিবীর ক্ষুধা মিটে গেলে

প্রসব করে নব বৃক্ষের

শরীর এক ছায়ামাত্র

সময় ঘড়িতে গৃহবাসীরা আয়োজন সারে

তক্তপোষের হাঁটুতে দড়ি বেধে

টানটান হয় সময়ের মরিচীকা

সেই ফাঁকে বেড়ে ওঠে লকলকে চারাগাছ

পূর্ববর্তী নিবন্ধআগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সতর্ক হতে হবে
পরবর্তী নিবন্ধএমন ফাগুন মাসে