একুশের মানে মাথা নত নয়

ইকবাল বাবুল | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

সেদিনও এমন রাত শেষে ফিরে এসেছিলো রাঙা ভোর

আটকানো সেই সিটকিনিটাকে নামিয়ে খুলেছি দোর

যথারীতি আমি বেরিয়েছি পথে গায়ে লাগিয়েছি রোদ

বুকের ভেতরে কাজ করেছিলো কীযে ভালো লাগা বোধ

ফুরফরে সেই দখিনের হাওয়া বিলি কেটেছিলো চুলে

সেদিনের সেই চিত্রকল্প যেতে পারি আমি ভুলে ?

কারণ আমার ভাইও বেরিয়েছে এরকম এক দিনে

উজ্জ্বল রোদে আলোকিত ছিলো বাতাসও কী ফিনফিনে

বাঙালির খেয়ে বাঙালির পরে যারা এসেছিলো তেড়ে

আমার মায়ের মুখ থেকে ভাষা নিতে চেয়েছেল কেড়ে

পণ করেছিলো তাদেরে কিছুতে দেবে না সে মোটে ছাড়

দেবে না কখনো মাটিতে লুটোতে তার সে অহংকার।

তাই পেতে তার জামাখোলা বুকে নিলো ঝাঁক ঝাঁক গুলি

মার মুখ থেকে দিলো না কাউকে কেড়ে নিতে মার বুলি

শহীদ হয়েছে আমার সে ভাই ডাকি আমি তাকে বীর

একুশের মানে মাথা নত নয়, উঁচু করে রাখা শির ।

পূর্ববর্তী নিবন্ধআপন ভাষার মহিমাতে
পরবর্তী নিবন্ধফাঁসির দাবি নিয়ে এসেছি