আপন ভাষার মহিমাতে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বিড়াল ডাকে মিউ মিউ কুকুর ডাকে ঘেউ

কোকিল ডাকে কেমন করে বলতে পারো কেউ!

কোকিল ডাকে কুহু কুহু মিষ্টি মধুর সুরে

ছলাৎ ছলাৎ ঢেউয়ের নদী যায় ছুটে যায় দূরে।

পাখির ভাষা কিচিরমিচির জানে সকল জনে

ঝিরিঝিরি বাতাস বয়েই চলে সবুজ বনে।

ভোরের ভাষা নরোম কোমল উষ্ণ ভাষায় রোদ

ফোঁস করে সাপ উঠলে জানি বেড়েছে তার ক্রোধ।

কুককুরু কুক মোরগ ডাকে অই যে গাঁয়ে দূরে

মনের ভাষা কথার মালায় গানের ভাষা সুরে।

জলের ভাষা স্রোতের ধারায় গড়িয়ে যায় জানি

সাঁঝের ভাষা আবছা আলোর চাদরের হাতছানি।

সুখের ভাষার বাগান জুড়ে খুশির ফোটে ফুল

শিশুর হাসির ভাষার কোনো হয় না মোটেও তুল

মায়ের ভাষা মুখের ভাষা মায়ার দেয়াল ঘেরা

সবাই যে যার আপন ভাষার মহিমাতেই সেরা।

পূর্ববর্তী নিবন্ধমাতৃভাষার বর্ণমালা
পরবর্তী নিবন্ধএকুশের মানে মাথা নত নয়