মাতৃভাষার বর্ণমালা

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

ভাইয়ের রক্তে গড়লো একুশ

মাতৃভাষার মিনার

সেই মিনারে দীক্ষা নিলাম

আপন স্বরূপ চিনার।

বর্ণমালার হাসির ছোঁয়ায়

চেতনা চমকালো

মাতৃভাষার বর্ণকে তাই

আমি বাসি ভালো।

আমার মনের আকাশ জুড়ে

লক্ষ তারার মত

বর্ণমালার স্বর্ণতারা

জ্বলছে অবিরত।

মাতৃভাষার যাদুর ছোঁয়ায়

জীবন মধুময়

মাতৃভাষার বর্ণমালা

করলো জীবন জয়।

পূর্ববর্তী নিবন্ধবাংলা ভাষা
পরবর্তী নিবন্ধআপন ভাষার মহিমাতে