একুশের চেতনা

সুচিত্রা ভট্টাচার্য | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

একুশ মানে দীপ্ত চেতনা,

একুশ মানে হার না মানা।

একুশ মানে মায়ের ভাষায় মেলবো ডানা,

একুশ মানে শুনবো না কোনও শাসকের মানা।

একুশ মানে মানবো না কোন অন্যায় অত্যাচার,

একুশ এসেছে বলেই, বাংলা চিরদিন তোমার আমার।

একুশ মানে রক্ত দিয়ে কিনেছি বর্ণ,

একুশ বলে সারা বিশ্বকে বাংলা অনন্য।

একুশ এলে হয় ফুল হাতে প্রভাত ফেরি,

একুশ মানে মাতৃভাষায় শহীদদের স্মরি।

শহীদ মিনার স্মরণ করে সালাম, বরকত, জব্বার,

একুশ মানে বুঝিয়ে দেয় বাঙালি নির্ভীক, দুর্নিবার।

সকল ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি,

যাদের প্রাণের বিনিময়ে বাংলায় কথা বলি।

পূর্ববর্তী নিবন্ধঅমর একুশে
পরবর্তী নিবন্ধবইয়ের পাঠক বাড়াতে হবে